রাজশাহী বোর্ডে চতুর্থ স্থানে নাটোর: মোট জিপিএ ৫-১৭৪৬

এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী বোর্ডের মধ্যে গড় পাশের হারে নাটোর জেলা চতুর্থ স্থানে রয়েছে।  এই জেলায় গড় পাসের হার ৯০দশমিক ৪২ শতাংশ।  এছাড়া মোট জিপিএ-৫ পেয়েছে ১হাজার ৭৪৬জন।

এছাড়া রাজশাহী বোর্ডে এবার প্রথামস্থান অর্জন করেছে জয়পুরহাট জেলা। এই জেলায় গড় পাশের হার ৯৫ দশমিক ৯৭।  এছাড়া দ্বিতীয়স্থানে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, এই জেলায় গড় পাশের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ এবং তৃতীয় স্থানে রয়েছে বগুড়া জেলা।  এই জেলায় গড় পাশের হার ৯২ দশমিক ২৭শতাংশ।

এবার নাটোর জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৮হাজার ৭১১জন, পাশ করেছে ১৬হাজার ৯১৮জন।  এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিল ৯হাজার ৪৩৮জন, পাশ করেছে ৮হাজার ৪২০জন এবং ছেলেদের গড় পাশের হার ৮৯দশমিক ২১।  মোট মেয়ে পরীক্ষার্থী ছিল ৯হাজার ২৭৩জন, পাশ করেছে ৮হাজার ৪৯৮জন।  মেয়েদের গড়  পাশের হার ৯১দশমিক ৬৪

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *