শেফিল্ডের কাছে হেরেই গেলো চেলসি

ছবি রয়টার্স

স্ট্যাম্ফোর্ড ব্রিজে চেলসিকে রুখে দেওয়া শেফিল্ড ইউনাইটেড দ্বিতীয় ফিরতি ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে। প্রথমার্ধে দুই গোল করে চালকের আসনে বসে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও এক গোল করে উকে।ড়িয়ে দিয়েছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল

ইংলিশ প্রিমিয়ার লিগের নিজেদের মাঠে শনিবার ৩-০ গোলে জিতেছে শেফিল্ড। গত অগাস্টে প্রথম পর্বের ম্যাচে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজ থেকে ২-২ ড্র নিয়ে ফিরেছিল তারা।

এই হারে লিগ টেবিলের সেরা চারে থাকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা কিছুটা কঠিন হয়ে গেল চেলসির। ৩৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ল্যাম্পার্ডের দল। এক ম্যাচ করে কম খেলা লেস্টার সিটি (৫৯ পয়েন্ট) চতুর্থ ও ম্যানচেস্টার ইউনাইটেড (৫৮) পঞ্চম স্থানে।
প্রথমার্ধে চেলসির তিন শটের দুটি পোস্টে থাকলেও মেলেনি গোল। উল্টো অষ্টাদশ মিনিটে পিছিয়ে পড়ে তারা।

বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো বলে অলির নেওয়া শট গোলরক্ষক ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। গোলমুখে থাকা ডেভিড ম্যাকগোল্ডরিক ফিরতি শটে অনায়াসে লক্ষ্যভেদ করেন। ৩৩তম মিনিটের গোলে চেলসিকে আরও কোণঠাসা করে ফেলে শেফিল্ড। বাম দিক থেকে এন্ডা স্টিভেন্সের দারুণ ক্রসে হেডে জাল খুঁজে নেন অলিভার ম্যাকব্রুইনে।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে চেলসির মার্কোস আলোনসোর হেড লক্ষ্যে থাকেনি। এর ট্যামি আব্রাহাম, অলিভিয়ে জিরুদের প্রচেষ্টা ব্যর্থ হলে হতাশা বাড়ে দলটির। ৭২তম মিনিটে সেসার আসপিলিকুয়েতার শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পাল্টে বাইরে দিয়ে বেরিয়ে যায়।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্সলীগে হোম ম্যাচ নিজেদের মাঠেই হচ্ছে

একটু পর আব্রহামের শট এবং হেড দুটোই লক্ষ্যভ্রষ্ট হয়। ৭৭তম মিনিটে আরেক গোল হজম করলে চেলসির হার অনেকটাই নিশ্চিত হয়ে যায়। টনি রুডিগারের বাড়ানো বল জালে পৌঁছে দেন ম্যাকগোল্ডরিক।

শনিবার অন্য ম্যাচে অ্যানফিল্ডে বার্নলির সঙ্গে ১-১ ড্র করা লিভারপুলের ৩৫ ম্যাচের পয়েন্ট ৯৩। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে শেফিল্ড।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *