হালুয়াঘাটে গোয়াল ঘরে আগুন, তিন গরু পুড়ে ছাই

ময়মনসিংহের হালুয়াঘাটে গোয়ালঘরে আগুন লেগে এক কৃষকের ৩টি গরু পুড়ে মারা গেছে। সোমবার(২২জানুয়ারী) রাত ১০টার দিকে উপজেলার ধারা ইউনিয়নের দক্ষিণ মাঝিয়াইল গ্রামে কৃষক আকিকুল ইসলামের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। হালুয়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন লিডার ওমর খৈয়াম বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌছাই। তবে আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলের রাস্তা সরু হওয়ায় আমরা যাওয়ার আগেই গোয়াল ঘরে থাকা ৩টি গরু পুড়ে মারা গেছে। এছাড়া টিনের গোয়াল ঘরটি পুড়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসায় থাকার ঘর ও রান্না ঘরের ক্ষতি হয়নি।

এ বিষয়ে বাড়ির মালিক কৃষক আকিকুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো আজকেও আমার স্ত্রী গোয়ালে থাকা গরুকে মশা থেকে রক্ষার জন্য খড়ের সাহায্যে ধোয়ার কুন্ডলী দিয়ে ঘরে চলে আসে। হঠাৎ করে আমার বড় মেয়ে গোয়াল ঘরে আগুন দেখে চিৎকার দিলে আশেপাশের মহিলারা যেভাবে পেরেছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। আমাদের পুরুষ মানুষ কেউ বাড়িতে ছিল না। পড়ে আমরা খবর পেয়ে বাজার থেকে ছুটে এসে বাড়ির সাবমার্সিবল পাম্প এর সাহায্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এলেও গোয়ালে থাকা আমার ৩টি গরু পুড়ে মারা যায়। এতে আমার প্রায় আড়াইলক্ষ টাকার ক্ষতি হয়ে গেলো। এই গরু গুলো আমার সম্বল ছিল। আমি সারাদিন বিভিন্ন বেকারীর মাল বিক্রি করে যা আয় করি তা দিয়ে নিজেরা খেয়ে না খেয়ে গরুগুলোকে পালন করি। কিন্তু আমি আজ নিঃস্ব হয়ে গেলাম।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *