১০ হাজার করোনা রোগী খুলনা বিভাগে

খুলনা বিভাগের ১০ জেলায় করোনা রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৭৯জন। আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে খুলনা জেলা সবার প্রথমে অবস্থানে করছে।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছে।

ডা. সুজাত আহমেদ বলেন, খুলনা বিভাগের ১০ জেলায় এ পযন্ত মোট ১০ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৫ হাজার ১১৭ জন। মৃত্যুবরণ করেছেন ১৭৯ জন। সর্বশেষ তথ্য অনুযায়ী বিভাগে সর্বোচ্চ আক্রান্ত খুলনা জেলায় ৩ হাজার ৮৩৪ জন। এছাড়া যশোরে ১ হাজার ৪৮৭, কুষ্টিয়ায় ১ হাজার ২৯৩, ঝিনাইদহে ৭৪৬, সাতক্ষীরায় ৬১৬, নড়াইলে ৫৬৮, বাগেরহাটে ৪৮৯, চুয়াডাঙ্গায় ৪৬৯, মাগুরা ৩৫৫ ও মেহেরপুরে ১৪৩ জন।

তিনি আরও জানান, বিভাগের মধ্যে করোনায় সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে খুলনা জেলা এখনো শীর্ষ অবস্থানে রয়েছে। জনসচতেনতা বৃদ্ধির পাশাপাশি এ ধারাবাহিকতা ধরে রাখতে পারলে করোনামুক্ত সময়ে ফেরা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করনে।

আরও পড়ুন: স্বাস্থ্য মন্ত্রণালয়ে ভূত ও চক্রান্তকারীদের প্রবেশ ঘটেছে: ডা. জাফরুল্লাহ

এদিকে, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এ তিনজনের মৃত্যু হয়। অন্যদিকে খুমেক আরটি-পিসিআর ল্যাবে আরও ৮৬ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।

খুলনা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. সাদিয়া মনোয়ারা উষা জানান, খুলনায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৮৮৮ জন। শনাক্তদের বেশির ভাগই খুলনা মহানগরীর। মহানগরে মোট করোনা রোগী ৩ হাজার ২১ জন। আর নয় উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ৮১৩ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ২ হাজার ৬৭৩ জন এবং নারী ১ হাজার ১৬১ জন। এপর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১ হাজার ৯৬৭ জন। মারা গেছেন ৫৮ জন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *