“আসছে জিনাতুননেছা জিনাত এর- কবির জন্য কবিতা”

আসছে

ইতিহাস কথা কয়- গেঁথে যায় স্মৃতি-বিস্মৃতির গল্পকথা, সম্মুখবর্তী এক জাতির গল্প রচনায়, পদাঙ্ক আঁকেন এক মহানায়ক।

আসছে অমর একুশে গ্রন্থমেলা ২০২১ এ লেখিকা জিনাতুননেছা জিনাত এর কবিতা গ্রন্থ ‘কবির জন্য কবিতা’ প্রকাশিত হতে যাচ্ছে বিশ্বসাহিত্য ভবন প্রকাশনী থেকে। এক মহানায়কের, মহান নেতার প্রস্থান একটি স্বাধীন জাতির ইতিহাসে কতটুকু শোকের এবং অপরিপূর্ণতার প্রকাশ করে তা কবি তার কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। বঙ্গবন্ধুকে নিয়ে এটি প্রথম কাব্যগ্রন্থ।বইয়ের প্রচ্ছদ করেছেন আশিকুর রহমান।

লেখিকা জিনাতুননেছা জিনাত পেশায় একজন শিক্ষক। ইতোপূর্বে তার ১টি আত্মজীবনীমূলক গ্রন্থ, ২টি উপন্যাস, ২টি গল্প গ্রন্থ ও ১টি কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। মানুষ গড়ার কারিগর এই লেখক জীবনযাত্রার মান কিভাবে সঠিকভাবে আরও দৃঢ় করা যায় তা নিয়ে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ নারী লেখক সোসাইটি থেকে তিনি ধূসর অনুভূতিগুলো গ্রন্থের জন্য ‘সেরা গল্পগ্রন্থ ২০১৯’ এর সম্মাননা অর্জন করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *