ইরানের বিধ্বংসী রা’দ-৫০০ মিসাইল লঞ্চার প্রদর্শন

তেহরানে চলমান সমরাস্ত্র প্রদর্শনীতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্স আজ (২৭ সেপ্টেম্বর) দু’টি রা’দ-৫০০ মিসাইল লঞ্চার প্রদর্শন করেছে। এই লঞ্চারে একই সময়ে দু’টি ক্ষেপণাস্ত্র বসানো যায়। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের প্রধান আমির আলী হাজিযাদেহ এ সময় উপস্থিত ছিলেন।

ইরানের প্রতিরক্ষা সূত্র জানায়, ইরানের ফতেহ-১১০ ক্ষেপণাস্ত্রের চেয়ে নয়া রা’দ-৫০০ ক্ষেপণাস্ত্রের ওজন অর্ধেক, কিন্তু পাল্লা দুইশ’ কিলোমিটার বেশি। রা’দ-৫০০ ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে ৫০০ কিলোমিটার। নয়া কম্পোজিট মোটরে কার্বন ফাইবার ব্যবহার করা হয়েছে যা তিন হাজার সেন্টিগ্রেড পর্যন্ত তাপ সহ্য করতে সক্ষম। এই উপাদানের মাধ্যমে মোটর তৈরি করার ফলে এর ওজন অত্যন্ত কম এবং এই মোটর দিয়ে তৈরি ক্ষেপণাস্ত্রের ওজনও হবে তুলনামূলক অনেক কম। রাদ-৫০০ নামের যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কাজে এই লঞ্চার ব্যবহার করা হয় তা ইরানের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রগুলোর একটি। কঠিন জ্বালানির এই ক্ষেপণাস্ত্র চলতি বছরের ফেব্রুয়ারিতে উদ্বোধন করেছে আইআরজিসি। এই ক্ষেপণাস্ত্রে ‘যুহাইর’ নামের কম্পোজিট মোটর বসানো হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *