কানাডায় লকডাউন ঘোষণা

কানাডায় করোনাভাইরাস মহামারির দ্বিতীয় পর্যায়ে আক্রান্ত উদ্বেগজনকহারে বাড়ছে।

যার ফলে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড সোমবার থেকে টরন্টো এবং পিল অঞ্চলকে লকডাউনের ঘোষণা দিয়েছেন।

লকডাউনে জিমনেসিয়াম ও ব্যক্তিগত পরিষেবাসহ, ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকবে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডিয়ানদের সতর্ক করে বলেছেন, নিজেদের মধ্য যোগাযোগ হ্রাস না করলে বর্তমান অনুমানে কানাডার ভবিষ্যৎ ভারসাম্যহীন হয়ে পড়বে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত সংখ্যা তিন লাখ ২৫ হাজার ৭১১ জন।

এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ হাজার ৪০৬ জনের। সুস্থ হয়েছেন দুই লাখ ৬০ হাজার ৩৯৮ জন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *