তিন বিজ্ঞানী নোবেল পেলেন চিকিৎসা শাস্ত্রে

সোমবার সুইডেনের স্টকহোমে হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করায় চিকিৎসাশাস্ত্রে ২০২০ সালে নোবেল পুরষ্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। নোবেল জয়ী তিন জন হলেন ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাফটন, মার্কিন গবেষক হার্ভে অল্টার এবং চার্লস রাইস।

ইতিহাসে এই প্রথম এই তিন বিজ্ঞানী জানিয়েছেন হেপাটাইটিস সি ভাইরাস কিভাবে নিরাময় সম্ভব। নোবেল বিজয়ী এই তিনজন দূরারোগ্য হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সামনে এনেছেন। তারা রক্ত ​​পরীক্ষার মাধ্যমেই এই ভাইরাস শনাক্ত এবং নতুন ওষুধ আবিষ্কার করেছেন যা লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছে। তাদের এই আবিষ্কার বৈশ্বিক স্বাস্থ্যের ব্যাপক উন্নতি করেছে।

নোবেল ফাউন্ডেশন জানিয়েছে, ডিসেম্বরে নোবেল পুরস্কার দেয়ার রাজকীয় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে নোবেলজয়ীরা তাদের নিজ নিজ দেশে বসেই ওয়েবিনারে অংশগ্রহণের মাধ্যমে ভার্চুয়াল নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

জানা গেছে, আগামী ৬ অক্টোবর মঙ্গলবার পদার্থবিজ্ঞান, ৭ অক্টোবর বুধবার রসায়ন, ৮ অক্টোবর বৃহস্পতিবার সাহিত্য, ৯ অক্টোবর শুক্রবার শান্তি এবং ১২ অক্টোবর সোমবার অর্থনীতিতে নোবেল বিজয়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করার কথা রয়েছে। এদিকে, গত বছরের তুলনায় ১০ লাখ ক্রোন বা প্রায় এক লাখ ১০ হাজার ডলার বেশি দেয়া হবে বলে সম্প্রতি ঘোষণা দিয়েছেন নোবেল ফাউন্ডেশনের প্রধান লারস হেইকেনস্টেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *