ঝিনাইদহ জেলায় কঠোর লকডাউন ঘোষনা

ঝিনাইদহ

ঝিনাইদহ

ডেল্টা ভেরিয়েন্টের প্রভাবে বিস্তার শুরু করায় ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় প্রতিরোধ ব্যবস্থা হিসাবে ঝিনাইদহ জেলায় ৭ দিনের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে ঝিনাইদহ জেলা প্রশাসন।

মঙ্গলবার (২২ জুন) ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মজিবর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়,  ২২ জুন সন্ধ্যা ০৬.০০ ঘটিকা হতে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে। এ সময়ে জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান (বিদ্যুৎ,গ্যাস/জ্বালানি, কৃষি সংশ্লিষ্ট, ফার্মেসি, ডাক, ), স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, জরুরি পন্য পরিবহন, গনমাধ্যমকর্মী লকডাউনের আওতাভুক্ত হবে না। সকল প্রকার হোটেল-রেস্তোরা ও পাবলিক পরিবহন চলাচল বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার সকাল ৮.০০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্ত স্থানে বসানো যাবে। জরুরি প্রয়োজনে বাইরে বের হতেহলে অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে বের হতে হবে অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *