পঞ্চগড়ে প্রতিবেশীর লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছবি: সংগৃহিত

পঞ্চগড়ের তেঁতুলিয়ার মাথাফাটা এলাকায় প্রতিবেশীর লাঠির আঘাতে খলিলুর রহমান খলিল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ আগষ্ট) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সদর ইউনিয়নের মাথাফাটা এলাকায় এ ঘটনাটি ঘটে।

মৃত খলিলুর রহমান ওই এলাকার নসর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তেঁতুলিয়ার উপজেলার মাথাফাটা এলাকায় খলিলুর রহমানের বাড়ির সামনে বালি রাখে সোলেমান মোল্লা। খলিলের বাড়ির সামনে বালি রাখার কারনে খলিল ও সোলেমানের মধ্যে কথা কাটাকাটি হয়। সোলেমান মোল্লার বাড়ির উপর দিয়ে থাকা খলিলের বিদ্যুৎ সংযোগ লাইন খুলে রাখতে বলে সোলেমান৷ এনিয়ে তাদের মধ্যে কথাকাটির একপর্যায়ে সোলেমান মোল্লা খলিলের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে খলিল। তাৎক্ষনিক আহত অবস্থায় খলিলকে তার পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করে।

আরও পড়ুন: পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত!

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম প্রতিবেশী সলেমানের লাঠির আঘাতে খলিল নামে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *