পরিবেশ রক্ষায় ‘হৃদয়ে দিয়াকুল সংগঠন’র বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি: মর্নিং নিউজ বিডি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার শিক্ষা, সামাজিক উন্নয়নমূলক ও অরাজনৈতিক সংগঠন ‘হৃদয়ে দিয়াকুল’ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) চন্দনাইশের দোহাজারিতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা ডা. নোবেল বড়ুয়া। উদ্বোধনী বক্তব্যে তিনি বৃক্ষ চারা রোপণ ও পরিচর্যার উপর গুরুত্বারোপ করেন।

‘হৃদয়ে দিয়াকুল’ সভাপতি মোঃ সাইমুন বৃক্ষ চারা দিয়ে সহযোগিতার জন্য চন্দনাইশ ছাত্র সমিতি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষনিধন না করে বেশি বেশি বৃক্ষ রোপণ করে সবুজ বিপ্লবে অংশ নেওয়ার আহবান জানান।

পরে এলাকার মসজিদ, মন্দির প্রাঙ্গণ ও বিভিন্ন জায়গায় ফলজ, বনজ ও ঔষুধি চারা রোপণ ও বিতরণ করা হয়।

এই সময় আরো বক্তব্য রাখেন হৃদয়ে দিয়াকুলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আরমান উদ্দিন, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক শুভ বড়ুয়া।

আরও পড়ুন: কুমিল্লার দাউদকান্দিতে সেন্ট্রাল অক্সিজেন ও ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু

উপস্থিত ছিলেন হৃদয়ে দিয়াকুল এর দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সহ প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সদস্য মো.জাহেদ, মো. তানিম।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *