বাঁচতে চায় জবি শিক্ষার্থী মোয়াজ্জেম!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর ৯ম ব্যাচের নৃবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেন “The Recurrent Pancreas and Gall Bladder Sludge” রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রয়োজন ২ লক্ষ টাকা।

জানা যায়, মোঃ মোয়াজ্জেম হোসেনের বাবা বেঁচে নেই। দীর্ঘদিন ধরেই পেটের যন্ত্রনায়  ভুগছিলেন। অবশেষে ডাক্তার জানিয়েছেন যে, The Recurrent Pancreas and Gall Bladder Sludge এবং এটি এখন অপারেশন করা ছাড়া সমাধান সম্ভব নয়। আর এই অপারেশনের জন্যে প্রয়োজন হবে দুই লক্ষ টাকা।

মোয়াজ্জেম হোসেন জানান, দীর্ঘদিন এটির চিকিৎসার জন্যে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে। পরিবারের যা সম্বল ছিল সেটাও প্রায় শেষ। তবুও নানান জায়গা থেকে ১ লক্ষ টাকা যোগাড় করতে পেরেছি। প্রয়োজন আরো এক লক্ষ টাকা। এমতাবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় ও সমাজের বিত্তশালীদের সাহায্য ছাড়া আমার চিকিৎসা করানো সম্ভব না। এখন আপনাদের সাহায্যই আমার চিকিৎসার শেষ ভরসা।

সাহায্য পাঠাতে পারেন- ০১৪০৭৮৩৭৬১৫ (বিকাশ পার্সেোনাল), ব্যাংক একাউন্ট : ২৫৫১৫১০৩৭৪০২, ডাচ বাংলা ব্যাংক, পান্থপথ ব্রাঞ্চ।

মোয়াজ্জমের সাথে যোগাযোগঃ ০১৮৩৯৬৩১১১২

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *