রোজের গোলে এফ এ কাপের সেমিতে চেলসি

ম্যাচের ফল নির্ধারণ করে দেওয়া গোলের পর রোজ বার্কলির উল্লাস

রোজ বার্কলির একমাত্র গোলে লেস্টার সিটিকে হারিয়ে এফ এ কাপের সেমিফাইনালে পৌঁছে গেলো চেলসি।

রবিবার (২৮ জুন) কিং পাওয়ার স্টেডিয়ামে ফ্রাঙ্ক লাম্পার্ডের দলকে আতিথ্য দেয় ব্রেন্ডন রজার্সের লেস্টার।

দুইদিন আগে ম্যানচেস্টার সিটিকে হারানো চেলসি ম্যাচের শুরুতেই চেপে ধরে স্বাগতিকদের। সময়ের সাথে সাথে জেমি ভার্ডিরাও ম্যাচে ফিরে আসে সমানতালে। আক্রমণ পাল্টা আক্রমণে প্রথমার্ধের ৪৫ মিনিট শেষে কোন দল দেখা পায়নি ফুটবলের ফল নির্ধারক কাঙ্খিত গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই চেলসি ম্যানেজার ম্যাশন মাউন্টকে বসিয়ে মাঠে নামায় রোজ বার্কলিকে। বিশ্বাসের প্রতিদান দিতে বেশি সময়ও নেননি এই ইংলিশ মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধের ১৮ ও ম্যাচের ৬৩ মিনিটের মাথায় লেস্টারের জালে বল জড়িয়ে স্বস্তি এনে দেয় ব্লুজ শিবিরে। ৭৪ মিনিটে ম্যাচে ফেরার দারুণ এক সুযোগ এসেছিলো রজার্স বাহিনীর কাছে। জুরির বাড়িয়ে দেওয়া জেমি ভার্ডির আড়াআড়ি শটটি লক্ষ্যভ্রষ্ট না হলে ম্যাচের ফল অন্যরকম হতে পারতো।

ম্যাচের বাকী সময়ে উভয় দল দ্রুতগতির ফুটবল উপহার দিকেও কার্যকর কোন আক্রমণের পশরা সাজাতে পারেনি। যার প্রেক্ষিতে রোজের একমাত্র গোলে লাম্পার্ডের চেলসি পৌঁছে যায় এফ এ কাপের সেমিতে।

আরও পড়ুন: এতিহাদে ‘গার্ড অব অনার’ পাবে লিভারপুল

আগামী ১৮ জুলাই লন্ডনের ওয়েম্বলিতে এফ এ কাপের প্রথম সেমিতে নরউইচ সিটিকে ২-১ ব্যবধানে হারানো ম্যানচেস্টার ইউনাইটেডকে মোকাবিলা করবে চেলসি। এরপরেরদিন একই ভেন্যু’য় অন্য সেমিতে লড়বে গার্দিওয়ালার ম্যানসিটি ও মেসুত ওজিলের আর্সেনাল। ১ আগস্ট এই টুর্নামেন্টের ফাইনালও হবে ওয়েম্বলি স্টেডিয়াম।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *