সালমা খান রানু’র কবিতা : যতটা তুমি চেয়েছো

তুমি যতটা গিয়েছো সরে ততটা এসেছি কাছে,

এত কাছে যে যেখান থেকে হৃৎস্পন্দন শুনতে পাই –

যতটা করেছো অবহেলার অবজ্ঞা ততটা হয়েছি পোলিশ,

মসৃণতা বাড়িয়েছি নিজে দমধরা  জীবনের প্রতিটি মুহূর্তে –

যতবার তুমি আমাকে ছেড়ে গেছ ততবারই আমি এসে দাড়িঁয়েছি,

শক্ত করে তোমাকে আলিঙ্গন করেছি, ভুলে গেছি ছেড়ে যাওয়ার আমন্ত্রণ –

যত সুন্দর ও সুখকর স্মৃতি তুমি ছুড়ে ফেলে নতুন ইতিহাস গড়তে চেয়েছো,

আমি পুরাতনের ছিন্নভিন্ন ইতিহাসের শক্ত শীলা তৈরি করে বানিয়েছি তোমার মূর্তি।

যতটা গভীর অন্ধকারে রেখে গেছ ততটাই কালো আমাকে আকঁড়ে ধরে রাতের রূপ দেখিয়ে করেছে মুগ্ধ –

যতটা বর্ষার কাহিনীতে লখীন্দরের ভেলা ভাসিয়েছো তীব্র স্রোতে,

আমি ততই শরতের শিশিরে ভিজিয়েছি শীকলবিহীন পা –

তুমি কনক্রিটের রাস্তার নাগরিক সভ্যতার পরিণত বিরহের সুর-

সেখানে আমি আজও অরণ্যে আচ্ছাদিত মায়াবী কোকিলা –

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *