প্রয়াত দরবেশ আলী খান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল ও পুরষ্কার বিতরণ

আন্দুলবাড়িয়া যুব সমাজের উদ্যোগে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান প্রয়াত দরবেশ আলী খান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ঘটিকায় আন্দুলবাড়িয়ার মিস্ত্রি পাড়া খেলার মাঠে এ ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণীর আয়োজন করা হয়। দুইদিন ব্যাপী টুর্নামেন্টে ১নং ওয়ার্ড সুপার ইলেভেন, ৩নং রাইসিং একাদশ, আর কে বি স্পোর্টিং ক্লাব ও রয়েল চ্যালেঞ্জার্স মীর পাড়া নামক ৪টি টিম অংশগ্রহণ করে। নক আউট পর্বের ম্যাচে ফাইনাল নিশ্চিত করে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আজকের ফাইনাল ম্যাচে সাইফের নেত্রত্বে খেলা ১নং ওয়ার্ড সুপার ইলেভেনকে ২৭রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মির্জা সামিরের নেত্রত্বে অংশ নেওয়া আর কে বি স্পোর্টিং ক্লাব।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মোঃ নাঈমুর রহমান খানের উপস্থাপনায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রয়াত দরবেশ আলী খানের বড় ছেলে বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ মহাসীন আলী খান। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড – ইউপি সদস্য শেখ আতিয়ার রহমান, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও ডাচ বাংলা এজেন্ট ব্যাংক আন্দুলবাড়ীয়া শাখার ব্যবস্থাপক মির্জা হামিদুর রহমান শিলন, বিশিষ্ট সমাজসেবক মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আতিয়ার রহমান, তরুণ সমাজসেবক মোল্লা হাসিবুর রহমান নিহান প্রমুখ। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত দরবেশ আলী খানের সুযোগ্য উত্তরসূরী আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক খান তারিক মাহমুদ, খান কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক ফজলুর রহমান খান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক ও সাধারণ সম্পাদক দাউদ হোসেন, এস এম তরিকুল ইসলাম, মেসার্স সবুজ ফার্মেসীর পরিচালক সোহাগ রানা সবুজ, সমাজকর্মী মোঃ রিপন হোসেন, ছাত্রলীগ নেতা মোঃ নাসিম হোসেন, ডিকেএমন ক্রিড়া সংস্থার রুহুল আমীন সিফা, মারুফ আহম্মেদ মাইজ, ইকলাস উদ্দীন, পারভেজ আহম্মেদ ঝিনুক, সাব্বির আহমেদ, রিয়াদ মন্ডল, মাহামুদুল ইসলাম দিনার, মোস্তাফিজুর রহমান সেতু, আসিফ আহম্মেদ, মির্জা আকাশ, মোল্লা লিয়াজ, আব্দুল্লাহ, রিফাত, সোহেল রানা, হামিম, মাহফুজ আহম্মেদ, সিয়াম সহ অন্যান্যরা। অতিথিবৃন্দ আলোচনা শেষে মেডেল ও ট্রফি তুলে দেয় মির্জা সামিরের নেত্রত্বে বিজয়ী চ্যাম্পিয়ন টিম আর কে বি স্পোর্টিং ক্লাব ও সাইফের নেত্রত্বে রানার্সআপ টিম ১নং ওয়ার্ড সুপার ইলেভেনের সকলকে। খান পরিবারের পক্ষ থেকে পুরো টুর্নামেন্ট এর ১ম সেমিফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত মির্জা সামির, ২য় সেমিফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত মো: আসাদ, ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ তুহিন ও সেরা বোলার মুন্সি হুসাইন আদনানকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও এলাকায় সুধি ও ব্যবসায়ী বৃন্দের সৌজন্যে ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা টুর্নামেন্ট সর্বোচ্চ রান সংগ্রহকারী মোস্তফা রাহুল, সেরা ফিল্ডার শ্রী রাসেল কুমারকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। বিজয়ী ও সেরা খেলোয়ারদের পুরষ্কার বিতরণ শেষে সমাপনী বক্তব্যে অনুষ্ঠান সমাপ্ত করেন ইঞ্জিনিয়ার মহাসীন আলী খান

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *