যশোরের রাজারহাটে ৬০পিস সোনার বারসহ প্রাইভেটকার আটক

যশোরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৯কেজি স্বর্ণের ৬০টি বার ও একটি প্রাইভেটকার জব্দ করেছে। মঙ্গলবার সকালে যশোর সদরের রাজারহাট এলাকা থেকে এগুলো জব্দ করে তারা।যশোরের ৪৯এবং খুলনার ২১বিজিবি যৌথভাবে অভিযান চালিয়ে এগুলো জব্দ করেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে বিজিবি’র কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান ৪৯ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী। তিনি জানান, তারা গোপন সূত্রে খবর পান যে, সোনার একটি বড় চালান সাদা রঙের প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-৩৫-৯৫৭৭) করে ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে খুলনা ও যশোর হয়ে বেনাপোলে যাবে।বিজিবির একটি দল সকাল ৮টারদিকে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট এলাকায় অভিযান চালায়। এসময় খুলনা থেকে আসা একটি প্রাইভেটকারকে তারা চ্যালেজ্ঞ করলে সেটি দ্রুত গতিতে চালিয়ে যায়। পরে বাঁধার মুখে দ্রুত চালাতে যেয়ে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় গাড়ির চালকসহ অন্যরা পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা গাড়িটি তল্লাশী করে ৬০টি স্বর্ণের বার জব্দ করে। উদ্ধার সোনার ওজন ৮কেজি ৯৭৪গ্রাম। সরকারি কোষাগারে জমা দেয়া হবে বলে তিনি জানান।যার আনুমানিক মূল্য ৮কোটি ৯৭লাখ ৪০হাজার টাকা। এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

মর্নিংনিউজ/আই/শাশি

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *