৩০ জুন নিলামে উঠছে ৩৬১টি কন্টেইনারের পণ্য

৩৬১টি কন্টেইনারের পণ্য নিলামে-বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কাস্টমস কতৃপক্ষ। আগামী ৩০ জুন চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে দিনব্যাপী এ নিলাম অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম বন্দরে আটকে পড়া এসব কন্টেইনারের পণ্য নির্দিষ্ট সময়ের মধ্যে বন্দর থেকে ছাড়িয়ে না নেওয়ার কারণেই এ নিলামের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

বন্দর কাস্টমস্ সূত্রে জানা গেছে, ৩৬১টি কন্টেইনার-পণ্যের এ নিলাম হবে এখন পর্যন্ত সবচেয়ে বড় নিলাম। সূত্রমতে, এসব কন্টেইনারে গাড়ি, হিমায়িত খাদ্য, ফল ও মাছসহ বিভিন্ন ধরনের পণ্য রয়েছে।

বন্দর কাস্টমস কতৃপক্ষের উদ্যোগে নিলামে অংশ নিতে আগ্রহী-ক্রেতাদের আকর্ষণের জন্য বুধবার থেকে নিলামযোগ্য পণ্যের উন্মুক্ত-প্রদর্শনীর ব্যবস্থা করে। তিন দিনব্যাপী এ প্রদর্শনী শুক্রবার সন্ধ্যায় শেষ হয়।

চট্টগ্রাম কাস্টমস-এর নিলাম শাখার ডেপুটি কমিশনার ফরিদ আল মামুন বলেন, বিভিন্ন কারণে বন্দরে আটকে থাকা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য ছাড় না করায় ৩৬১টি কন্টেইনারের পণ্য আগামী ৩০ জুন উন্মুক্ত বিক্রি করা হবে। মোট ১৭৪টি লটে পণ্য নিলামে তোলা হবে।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির কারণে গত তিন মাস ধরে কাস্টমস-্এর নিলাম বন্ধ ছিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *